রেলের পুরনো জরাজীর্ণ ব্রিজ ঠিক করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১২:২৯

সাহস ডেস্ক

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেললাইন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেললাইন অপরিহার্য। অথচ আগের সরকারের সিদ্ধান্তই ছিল রেল বন্ধ করে দেওয়া। আমরা ক্ষমতায় এসে আবার রেলের উন্নয়নে কাজ শুরু করি।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশকয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রেললাইনে যেখানে পুরনো ব্রিজ রয়েছে, সেখানে ট্রেন ধীরে চালাতে হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই রেলের পুরনো ব্রিজগুলো আমরা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত প্রকল্প হাতে নিয়ে জরাজীর্ণ ব্রিজ ঠিক করা হবে বলে আশা করি।

পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক টাকা খরচ করে পানি শোধন করা হয়। সবাই পানির অপচয় বন্ধ করবেন। অহেতুক পানি ছেড়ে দিয়ে কাপড় কাচা, রান্নাবান্না করবেন না।

সরকার প্রধান বলেন, আমাদের লক্ষ্য থাকে দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন। কোনও পরিবার যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য “একটি বাড়ি একটি খামার” প্রকল্প হাতে নিই। গ্রামের মানুষের সুসংগঠিত করে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করার লক্ষ্যেই এ ব্যবস্থা হাতে নেওয়া হয়। পরে এর নাম দেওয়া হয় “আমার বাড়ি আমার খামার”। যেন এটা মানুষ নিজের মনে করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত