বরগুনায় বাসচাপায় মা-ছেলে সহ তিন যাত্রী নিহত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১৩:০৭

অনলাইন ডেস্ক

বরগুনার আমতলীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন মা-ছেলে এবং অপরজন ১৪ বছর বয়সী এক কিশোরী। এ দুর্ঘটনায় আরো প্রায় ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ কে স্কুল চৌরাস্তায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং লামিয়া (১৪) নামে এক কিশোরী।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে আমতলীগামীগামী একটি যাত্রীবাহী বাস একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় পৌঁছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপর বাসটি একটি মাইক্রোবাসের পেছনে থাক্কা দিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। এসময় আহত অবস্থায় তিনজনকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।