এআইইউবি প্রতিষ্ঠাতা ইশতিয়াক আবেদীনের বাসভবন থেকে তিন নারী গৃহকর্মী উদ্ধার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:২৫

সাহস ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা ইশতিয়াক আবেদীনের বাসভবন থেকে তিন নারী গৃহকর্মীকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ইশতিয়াক আবেদীনের কাকলীর বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র‍্যাব।

ওই গৃহকর্মীদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব ৪ এর ডেপুটি কমান্ডিং অফিসার রফিকুল হাসান।

উদ্ধার পাওয়া নারীরা হলেন- জয়নব বেগম (১৭), রিনা বেগম (৩০) ও তার মেয়ে রাবেয়া বেগম (১২)। তাদের সবার বাড়ি ভোলার লালমোহন উপজেলার দেবীরচরে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারের পর সবাইকে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে জয়নব বেগমের অভিযোগ, ওই বাড়িতে তাদের বন্দি করে রাখা হয়েছিল। স্বজনদের সঙ্গে দেখা করা এমনকি ফোনেও কথা বলতে দেওয়া হতো না।

ওই বাড়িতে থাকাকালে তিনি নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন জয়নব। তবে এসব অভিযোগের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত