ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:১০

সাহস ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাস হেলপার আবু সাঈদ (৩০) ও যাত্রী কমলা বেগম (৩৫)। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও ৩০ জন আহত হন।

এ ঘটনায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত