নির্বাচন কমিশন নিরপেক্ষতার কোনও প্রমাণ দেখাতে পারেনি: মির্জা ফখরুল

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:২৪

সাহস ডেস্ক

নির্বাচন কমিশন নিরপেক্ষতার কোনও প্রমাণ দেখাতে পারেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। একটি নিরপেক্ষ নির্বাচন করার পরিবেশ সৃষ্টি করতে পারেনি। নির্বাচন কমিশনও নিরপেক্ষতার কোনও প্রমাণ দেখাতে পারেনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, গতকাল (২২ জানুয়ারি) উত্তর সিটিতে আমাদের কাউন্সিলর ও ধানের শীষের কর্মীদের আহত ও নির্যাতন করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীকে তুলে নেওয়া হয়েছে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের। এতে অন্য কারও কোনও এখতিয়ার নেই। সরকারি দলকে সাহায্য করার জন্যই নির্বাচন কমিশন ইভিএম নিয়ে আসছে। আমরা বলেছি, প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হোক।’

মির্জা ফখরুল বলেন, ঢাকাবাসীর প্রতি আবেদন থাকবে তরুণ নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা মনে করি, এরমধ্যেই ইশরাক হোসেন ঢাকাসহ সারাদেশে তার মেধা ও সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন যে, তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন মেয়র হিসেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত