হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

সাত ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:৪৯

সাহস ডেস্ক

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ফের স্বাভাবিক হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণ দৃষ্টিসীমা কমে যাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ওই সময়ের মধ্যে একটি কার্গো বিমানবসহ তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে। তবে এ সময়ে অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট ছিল না।

সকার ১০টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয় জানিয়ে এস এম ওহিদুর রহমান জানান, সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। তবে আজ সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। ফলে গত রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে।

বিমান চলাচল শুরু হওয়ার পর ইউএন বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত