বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১২:৫৬

সাহস ডেস্ক

বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংস্থাটির ফেসবুক পেজে নতুন এক পোস্ট দিয়ে ওই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।

ওই পোস্টে লেখা হয়, “বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ আক্রমণের শিকার, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে- কেবল মাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে। যুদ্ধ ও সংঘাতের সময় ভয়ংকর নির্যাতনকে তুলে ধরতে আমরা সংগ্রাম করছি। এ ধরনের গল্প শোনানোর জন্য হাজার হাজার মানুষের সঙ্গে আন্দোলনে যোগ দিন।

এরপর দুঃখ প্রকাশ করে সংস্থাটির পোস্টে বলে হয়, ফেসবুকে প্রচার করা পোস্টে যুদ্ধ ও সংঘাতপূর্ণ দেশের তালিকায় ভুল করে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ক্ষমা চাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরই মধ্যে এ পোস্টের ভুল সংশোধন করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ এবং যারাই ওই পোস্টের জন্য মর্মাহত হয়েছেন, তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।

শুক্রবার পোস্ট দেয়ার কিছুক্ষণ পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেসবুক পেজে বাংলাদেশ থেকে সেটি দেখা যাচ্ছিল না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত