শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১২:২৫

সাহস ডেস্ক

তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ১৯ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা ৫৫তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

বিশ্ব ইজতেমায় অধিক সংখ্যক মুসল্লিদের চাপ মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিবারের মতোই নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন ময়দান এলাকায়। এছাড়া বিপুল সংখ্যক গোয়েন্দা কর্মী সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত