ঢাকা সিটির নির্বাচন পেছানো হবে কি না জানা যাবে আগামীকাল

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:১৬

সাহস ডেস্ক

২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি থেকে পেছানো হবে কি না তা নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার (১৪ জানুয়ারি) জানা যাবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

রিটকারী আইনজীবী বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য সিটি নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়।

এর আগে রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়। পরে সোমবার অপর বেঞ্চে এটি শুনানি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত