চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১২:২৬

সাহস ডেস্ক

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর মোহরা, চান্দগাঁও, পাঁচলাইশ, পূর্ব ও পশ্চিম ষোলশহর) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (১৩ জানুয়ারি) ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

প্রার্থীরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত কোথাও থেকে কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার হাসানুজ্জামান।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ১ ডিসেম্বর এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত