আসছে শৈত্যপ্রবাহ

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ১২:০৯

অনলাইন ডেস্ক

চলতি মাসেই দেশে তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রথমটি শুরু হচ্ছে দুই-একদিনের ভেতর।

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, রবিবার (৫ ডিসেম্বর) পর থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তখন তাপমাত্রা কমতে শুরু করবে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখনো সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায়।

চলতি মাসে (জানুয়ারি) স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি কুয়াশা পড়তে পারে। দুটি শৈত্যপ্রবাহ তীব্র হবে এই মাসেই। ওই সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া দপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছিলেন, শৈত্যপ্রবাহ ও বৃষ্টির কারণে বোরো ধানের বীজতলার ক্ষতি হতে পারে।