বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসবেন ম্যারাডোনা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১

সাহস ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও(বাফুফে)। প্রথমবারের মতো ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আর্জেন্টাইন কিংবদন্তির আসার খবরটি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা। ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন।

ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। ম্যারাডোনার আসার খবরটি আগেই জানিয়েছিল বাফুফে। তবে প্রয়োজন ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বাফুফের দেওয়া ঘোষণা অনুসারে আগামী বছরের কোন একসময় এই ফুটবল গ্রেট ঢাকায় আসবেন।

ডিয়েগো ম্যারাডোনা আসছেন এটা নিশ্চিত হলেও কবে আসবেন সেটা এখনও জানা যায়নি। সফর সূচিতে কী কী থাকবে-তা এখনও ঠিক হয়নি। তবে সফর সূচির মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত