জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান জিএম কাদের

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬

সাহস ডেস্ক

জাতীয় পার্টিতে (জাপা) নতুন সৃষ্টি করা প্রধান পৃষ্ঠপোষক পদে রওশন এরশাদকে নির্বাচিত করা হয়েছে। আর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জিএম কাদের।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন। এ সময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে তা পাস করেন।

পরে দলের মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা করেন কাদের।

জিএম কাদের বলেন, কেন্দ্রীয় কমিটিগুলো পরে ঘোষণা করা হবে। হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্মেলনে অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক রাষ্ট্রপতি এবং জাপার প্রতিষ্ঠাতা এরশাদকে ‘ভদ্রলোক’ ও ‘জনপ্রিয়’ রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। জাপা ভালো বিরোধী দল হিসেবে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাপা সহিংসতায় বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন সরকারকে শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত