পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৪:২৩

সাহস ডেস্ক

টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের উপ ব্যবস্থাপক জিল্লুর রহমান।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গ-ঢাকাগামী শতশত যানবাহন ঘাটের উভয় পাশে আটকে পড়ে। ফলে এসব যানবাহনে থাকা যাত্রীরা কনকনে শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয়।

ফেরির এক চালক জানান, কুয়াশা ভেদ করে চলাচলের জন্য ২০১৪ সালে ফেরিতে ‘ফগলাইট’ বসানো হয়েছিল। সেগুলো অত্যন্ত নিম্মমানের হওয়ায় কোন কাজে আসছেনা।

কুয়াশার বিকল্প কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন, দুর্ভোগের কথা বিবেচনায় এনে উন্নতমানের ‘ফগলাইট’ স্থাপন করা হলে ঘাটের দুর্ভোগ কমে যেতো।

ঘাট কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। এতে কারো হাত নেই। তাই তাদের কোন কিছু করারও নেই। তবে কুয়াশা কেটে গেলে তারা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, রোগীবাহী এ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী ট্রাক আগে পারাপার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত