প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২০

সাহস ডেস্ক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেন তিনি।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছি। ভবিষ্যতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয় উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, আমরা কোনো তালিকা তৈরি করি নাই, প্রকাশ করেছি মাত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একাত্তরের রাজাকার, আল- বদর, আল-শামস বা স্বাধীনতাবিরোধীদের তথ্য সংগ্রহ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

জামায়াতে ইসলামীসহ মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ক্ষমতায় থাকাকালে অনেক তথ্য মুছে ফেলা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, এবছর ১৬ ডিসেম্বরের আগে সকল রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।

রাজাকারের তালিকা দেখতে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত