মেঘালয়ে গণবিক্ষোভ

তামাবিল সীমান্তে বাংলাদেশিদের ভারতে প্রবেশে বাধা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৪২

অনলাইন ডেস্ক

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্তবর্তী ভারতের মেঘালয় তাদের রাজ্যে কোনো বিদেশির প্রবেশ করতে না দেওয়ায় আজ (১৩ ডিসেম্বর) সকাল থেকে তামাবিল স্থলবন্দর বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

স্পেশাল সুপারেনটেডেন্ট অব ইমিগ্রেশন পুলিশ (স্থল ও সমুদ্রবন্দর) মনিরুজ্জামান বলেন, আমরা নিয়মমাফিক সকালে ইমিগ্রেশনের কাজ শুরু করি। কিন্তু, কয়েকজন পর্যটক সীমান্ত পার হওয়ার পর আমরা জানতে পারি যে ভারতীয় কর্তৃপক্ষ কাউকে মেঘালয়ে ঢুকতে দিচ্ছে না। আমরা যতোটুকু জানতে পেরেছি মেঘালয় পুলিশ রাজ্যটিতে গণবিক্ষোভের কারণে কোনো পর্যটককে ঢুকতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, এর ফলে মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের একমাত্র স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আসামের সঙ্গে বাংলাদেশের দুটি সীমান্ত শুল্ক স্টেশন খোলা রয়েছে।

তামাবিল স্থলবন্দরের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক পার্থ ঘোষ জানান, তামাবিল স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ থাকলেও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।