ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯

সাহস ডেস্ক

পাবলিক পরিবহনের শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন শেষে তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘট স্থগিত ঘোষণা করেন বাস মালিক ও পরিবহনশ্রমিক সংগঠনগুলো।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আল আমীন বলেন, পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা।

পরিবহন মালিক সমিতির নেতা আবুল হোসেন জানান, পুলিশ সুপার তাদের আশ্বাস দিয়েছেন বিআরটিসি বাসগুলো নিয়ম মেনে নির্ধারিত জায়গা দিয়েই চলাচল করবে। তাই তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) প্রশাসনের সাথে বৈঠকে বিআরটিসি’র বাস চলাচল নিয়ে আলোচনা হবে। আমরা বিআরটিসি বাস সার্ভিসের বিরুদ্বে না। তবে তাদের নিয়ম মেনে চলতে হবে বলে জানান জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত