আশুলিয়ায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে নারী পোশাক শ্রমিক নিহত

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪

সাহস ডেস্ক

আশুলিয়ার সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণ হয়ে দেয়াল চাপায় রিমা খাতুন (২০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুর এলাকার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণভাবে কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিল। সকালে হঠাৎ করে গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশি শ্রমিক আহত হন। এ সময় ঘটনাস্থলে নারী শ্রমিক রিমা নিহত হন।

নিহত রিমা খাতুন (২০) কুড়িগ্রামের চিলমারী থানার খরখরিয়া ঝাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার মুরাদ অ্যাপেয়ারেলস লিমিটেড নামে কারখানা অপারেটর হিসেবে চাকরি করতেন।

মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত