সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে আমার অনীহা নেই: ওবায়দুল কাদের

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:২২

সাহস ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমিতো বলিনি সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণে আমি ইন্টারেস্টেড নই। তবে সভাপতি ছাড়া যে কোনও পদেই পরিবর্তন আসতে পারে। আমাদের দলের নেতৃত্ব পাওয়ার জন্য অসুস্থ কোনও প্রতিযোগিতা নেই। দলের সভাপতি যাকে যে দায়িত্ব দেন, তিনি সেই দায়িত্বেই সন্তুষ্ট থাকেন ও তা পালন করেন।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রী চাইলে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে আমার অনীহা নেই। আমি শারীরিকভাবে আগের যে কোনও সময়ের চেয়ে অনেক সুস্থ অনুভব করছি। এই পদে নেত্রী যদি নতুন কাউকে আনতে চান, তাতেও আমার আপত্তি নাই।

একসঙ্গে মন্ত্রণালয় ও দল কোনও সমস্যা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ একটা ট্র্যাকে চলে এসেছে। দলের কাজেও একটা গতি এসেছে। টিম তৈরি করেছি, তারা কাজ করছে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিনই আমি ফাইল সই করি।

সড়ক পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বক্তৃতার ভাষাটা ভিন্ন। ওখানে তিনি শ্রমিক ফেডারেশনের নেতা। সেই হিসেবে তাদের খুশি রাখতে তার কিছু কথা বলতে হয়। আমাদের কাছে তো এসব কথা বলে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত