রুম্পার মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিক সৈকত ডিবি হেফাজতে

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৮

সাহস ডেস্ক

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার (২১) মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৈকত নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই তরুণকে আটক করা হয়। তিনি রুম্পার সাবেক প্রেমিক বলে জানা গেছে। 

তাকে (সৈকত) জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, শারমিন শান্তিবাগের একটি বাসায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতেন। তাদের সাথে তার চাচার পরিবারের সদস্যরাও থাকেন। শারমিনের মরদেহ পাওয়া যায় প্রায় দেড় কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরীতে। সেখানে তার কোনো আত্মীয়স্বজনের বাসাও নেই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়াতেই তারা হত্যা মামলা নিয়েছেন।

রূম্পা পুলিশ পরিদর্শক মো. রোকনউদ্দিনের মেয়ে। তিনি হবিগঞ্জে একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। 

রুম্পার মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, রুম্পার শরীরে বেশ কয়েকটি হাড় ভাঙা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত