খুলনায় থানার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় আইএসের দায় স্বীকার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:২২

সাহস ডেস্ক

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা সংলগ্ন আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোমা বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে।

এই বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান উপ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। তাই এখনই এ বিষয়ে মন্তব্য করা কঠিন। ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, আড়ংঘাটা থানার একটি ভবনের পাশে গ্যারেজ এবং গ্যারেজের পাশে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। বৃহস্পতিবার রাতে ওই মাঠে একটি বোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ।

এছাড়াও ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি প্রতিনিধি দল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত