আবরার হত্যা: পলাতক চার আসামির সম্পদ ক্রোকের নির্দেশ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:০১

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে পলাতক চার আসামির সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ক্রোকের বিষয়ে পরোয়ানা তামিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এই আদেশ দেন।

পলাতক আসামিরা হচ্ছে- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও  মোস্তফা রাফিদ (এজাহার বহির্ভূত)

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেমায়েত উদ্দিন খান।

তিনি বলেন, এর আগে আদালত পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি- এমন প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ। আদালত আজ এই চার পলাতক আসামির সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। এ ছাড়া তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করেছেন।