ইলিয়াস কাঞ্চন একটি প্রতিষ্ঠান: আদালত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৯:০০

সাহস ডেস্ক

নিরাপদ সড়ক চাই (নিসচার) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে একটি প্রতিষ্ঠান হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আদালত। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রায় ঘোষণা শেষে আদালত তার পর্যবেক্ষণে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে এ কথা বলেন।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

আদালত বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আন্দোলন করতে করতে তিনি নিজেই এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তার মতো সড়ক দুর্ঘটনা রোধে সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত