ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৬৪টি পার্কিং স্পট করা হবে: ওবায়দুল কাদের

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:০৩

সাহস ডেস্ক

রাজধানীর সড়কে ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নাগরিকদের সুবিধার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪টি পার্কিং স্পট করা হবে।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে ঢাকার সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অবৈধ যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়নি। একাজ রাতারাতি সম্ভব নয়।  এজন্য আবারও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। এ জন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহানগরে যেসব এলাকায় ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যেগুলো যানজট তৈরি করছে, সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বিআরটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত