ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা

কুষ্টিয়ায় ৪ জনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮

সাহস ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারণে দুই সহোদর হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অর্থদণ্ডও করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন - ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে কমল হোসেন মালিথা, একই উপজেলার ফকিরাবাদ গ্রামের কাবুল হোসেন মালিথার ছেলে কামরুল প্রামাণিক ও সুমন প্রামানিক এবং নজরুল ইসলামের ছেলে নয়ন শেখ (পলাতক)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের নজরুল শেখ, আব্দুর রহিম, মাহফুজুর রহমান, হৃদয় আলী (পলাতক), জিয়ারুল ইসলাম, সম্রাট আলী প্রামাণিক (পলাতক) ও আশরাফ মালিথা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত