তিন বিভাগে পেট্রোলপাম্পে ধর্মঘট

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯

সাহস ডেস্ক

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোলপাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পেট্রোল ও অকটেন সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে এসব বিভাগের বিভিন্ন পেট্রোলপাম্পে। তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে পেট্রোলপাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে।

শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন।

এ দাবি মেনে নিতে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিলো। তবে ১৫ই ডিসেম্বর আলোচনার প্রস্তাব দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত