আকস্মিক ধর্মঘট, লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৪

সাহস ডেস্ক

শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘটে রাজধানীর সদর ঘাট থেকে দক্ষিণ জনপদের সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আর কোনো লঞ্চ সকাল থেকে ছাড়েনি।

ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ১১ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে আমাদের ধর্মঘট শুরু করার কর্মসূচি রয়েছে। মালিকদের উসকানিতে তাদের পৃষ্ঠপোষক শ্রমিকরা আমাদের ধর্মঘটকে নষ্ট করার জন্য এই ধর্মঘট ডেকেছে।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সদস্য মোহাম্মদ রিন্টু বলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন বারবার অহেতুক ধর্মঘট ডাকে। তাই আমাদের সভাপতি বিদেশ থেকে এলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, গত জুলাই মাসে নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। পরে নৌ অধিদপ্তরের মহা পরিচালকের সঙ্গে বৈঠক করে সংগঠন দুটি সেই কর্মসূচি স্থগিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত