আমরা হট অ্যান্ড কোল্ড পলিসি নিয়ে এগোচ্ছি: ওবায়দুল কাদের

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৪১ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১৭:৩২

অনলাইন ডেস্ক

পরিবহন মালিক শ্রমিকদের কাছে সরকার জিম্মি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কারও কাছেই জিম্মি নয়। মিডিয়ার রোল সরকার ও আইনের পক্ষে থাকলেও এক সপ্তাহ পর (ধর্মঘট চলতে থাকলে) আর তা থাকতো না। এজন্য আমরা হট অ্যান্ড কোল্ড পলিসি নিয়ে এগোচ্ছি।

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে কথা বলেই মালিক-শ্রমিকদের নিয়ে বসেন। তাদের দাবিগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয় নিয়ে কথা বলবো। যতক্ষণ পর্যন্ত সহনীয় থাকা যায় দেখবো।

সড়ক পরিবহন আইনে কোনও পরিবর্তন আনা হয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেন, আইন পরিবর্তন করতে হলে সংসদের অনুমোদন লাগবে। বাস্তবতার স্বার্থে আইনের কিছু বিষয়ে শৈথিল্য দেখানো হচ্ছে। দাবি দাওয়া যাচাই বাছাই করার আগে আইন পরিবর্তন করা হবে কি হবে না, সে বিষয়ে আমি কিছুই বলবো না।