গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১১:১১

সাহস ডেস্ক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটির টাকার মধ্যে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে (জিপি) তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার (২৪ নভেম্বর) হাইকোর্টের এক আদেশের বিরুদ্ধে জিপির আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিটিআরসির আইনজীবীদের মতে, গ্রামীণফোন ওই টাকা দিতে ব্যর্থ হলে হাইকোর্টের সাড়ে ১২ হাজার কোটি টাকার স্থগিতাদেশও বাতিল হয়ে যাবে। সেক্ষত্রে গ্রামীণফোনের বিরুদ্ধে যে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

বিটিআরসি বলে আসছে, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার পাশাপাশি রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে তাদের।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।

গত ২৪ অক্টোবর ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোন আপাতত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কত টাকা দিতে পারবে তা জানাতে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১৪ নভেম্বর শর্ত মানলে বিটিআরসিকে ২০০ কোটি টাকা দিতে রাজি হয় গ্রামীণফোন।

প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিস পাঠায় বিটিআরসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত