আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১২:৪৮

সাহস ডেস্ক

নতুন সড়ক আইন সংশোধনসহ ৯ দফা দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২০ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সারাদেশ থেকে সংগঠনটির নেতারা এসে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকায় এর সময় চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম বলেন, কাল (আজ) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্য পরিষদের নেতাদের নিয়ে আবার বসবেন। তবে আমরা যে কর্মসূচির ডাক দিয়েছি সেটি চলবে।

প্রসঙ্গত, এদিকে নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে অবস্থিত পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্যে আইনটি স্থগিত করে সংশোধনের জন্য ৯ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত