ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১২:১৪

সাহস ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সকাল থেকেই অবরোধ চলছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ হয়ে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল।

শ্রমিকরা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। অনেক স্থানে রাস্তার ওপর রাখা হয়েছে বড় বড় যানবাহন। ফলে রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন তারা।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত