রাজধানীতে গণপরিবহনের সংকটে ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ১১:০৪ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ১৪:০১

অনলাইন ডেস্ক

রাজধানীতে হঠাৎ গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শ্রমিকরা বাস চালাতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে বাস বন্ধ রেখেছেন অনেক মালিক।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর সড়কগুলোতে গত কয়েকদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা দিতে হচ্ছে অফিস আদালতে কর্মজীবীদের।

শুধু গণপরিবহন নয়, সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও তুলনামূলক কম চলছে। আর যে দু’একটি চলছে তারা ভাড়া হাকাচ্ছেন লাগামহীন।

রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের রাইডারদের চাহিদা রয়েছে অনেক। কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল রাইডার অ্যাপস ছাড়া সরাসরি যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিক করে যাচ্ছেন।