পেঁয়াজ-লবণ-চালের ষড়যন্ত্রকারীদের রেহাই নেই: কাদের

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৪০

সাহস ডেস্ক

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পেঁয়াজ-লবণ-চাল নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কারো রেহাই নেই, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের, ‘পেঁয়াজ লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে। বাজারে অরাজকতা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাবো এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিস্কারভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে, তাদের কারো রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এরমধ্যে আগামীকাল থেকে সারাদেশে সরকারিভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোন সংকট নেই। এসময় মিডিয়াসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত। তারা এর মধ্যে আওয়াজ তুলেছে, আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামা বাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উসকানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এ মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত