৩ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:০৯

সাহস ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। বেলা পৌনে ১১টার তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মাওনা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা।

অবরোধ চলাকালে মাওনা চৌরাস্তার কয়েক কিলোমিটার এলাকা থমকে যায়। এতে সব চাইতে বেশি বিপাকে পড়েন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এই বিষয়ে শ্রীপুরের মাওনা চৌরাস্তার তাকওয়া পরিবহনের চালক আব্দুর রহিম জানান, সরকার আমদের হালকা ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। এখন বলছে ভাড়ি ড্রাইভিং লাইসেন্স করে মহাসড়কের গাড়ি চালাতে হবে। না হলে আমাদের ১৫ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হবে। সরকার যদি আগে এ কথা বলতো আমরা প্রথমেই ভাড়ি ড্রাইভিং লাইসেন্স করতাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত