ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান সাত দিনের রিমান্ডে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:৫৭

সাহস ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনে। পরে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

দুদকের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েস গত বুধবার সেলিম প্রধানকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান জাপান-বাংলাদেশ সিকিউরিটিজ প্রিন্টিং ও অন্যান্য কোম্পানির শেয়ারহোল্ডারের হিসাব আয়কর নথিতে না দেখিয়ে রাজস্ব ফাঁকিসহ অবৈধভাবে ১২ কোটি ২৭ লাখ টাকা অর্জন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত