চট্টগ্রামে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ, তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৬

সাহস ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ঘটনাটি তদন্ত অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছে। 

কমিটিতে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিও রয়েছেন। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়ারও ঘোষণা করেছেন ডিসি।

তিনি বলেন, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন বহন করবে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাসির উদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল পৌনে ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডে অবস্থিত পাঁচতলা বড়ুয়া ভবনের সামনে গ্যাসের পাইপলাইন প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এসময় ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও কয়েকজন।

এ ঘটনায় নিকটস্থ ভবনের একটি দরজা এবং গ্যারেজে থাকা একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত