বিদ্যুৎহীন আড়াই লাখ গ্রাহক

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ১৩:৫৯

অনলাইন ডেস্ক

ঘর্ণিঝড় বুলবুলের কারণে দক্ষিণ জনপদ পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন দিন পার করছেন। বিদ্যুৎ সরবরাহ লাইন এখনও পুরোপুরি মেরামত করা যায়নি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে, এসব জেলায় সঞ্চালন লাইন মেরামতের কাজে নিয়োজিত আছে তাদের কয়েক হাজার কর্মী। তারপরও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে।

দুর্ভোগে আছে বরিশাল, পিরোজপুর ও বাগেরহাটের আড়াই লাখ গ্রাহক। এছাড়া প্রতি পরিবারের সদস্য সংখ্যা হিসাব করলে দাঁড়াবে গ্রাহক সংখ্যার চার থেকে পাঁচগুণ বেশি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড তখন জানিয়েছিল, উপকূলীয় জেলাগুলোর ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও বরিশালের ২৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ইল্লেখ্য, বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়।