সচল হলো চট্টগ্রাম বন্দর

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১১:৪৮

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দর সচল হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) থেকে ফের শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

বন্দর সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে বন্দরের এনসিটির ৩ ও ৪ নম্বর জেটিতে দুটি জাহাজ ভিড়ে। আবহাওয়া অধিদপ্তর সংকেত নামিয়ে নেওয়ার পর বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার (৯ নভেম্বর) ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত