‘বুলবুল’ তাণ্ডবে বিধ্বস্ত সাতক্ষীরা

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১২:২৮

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম শেষে আঘাত হেনেছে সাতক্ষীরায়। বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা।

রবিবার (১০ নভেম্বর) ভোর রাত তিনটা থেকে প্রচণ্ড বর্ষণসহ সাতক্ষীরার উপকূলীয় এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া।

জানা যায়, ঝড়ে উপজেলার কয়েকটি ইউনিয়নের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কাচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এখনো উপকূলে চলছে বুলবুলের তাণ্ডব।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, ভোররাত থেকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। রাস্তাঘাটে গাছপালা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এই দুই ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাইনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত