চট্টগ্রামে বিমান ওঠানামা ১৪ ঘণ্টা বন্ধ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:১৭

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সকল অপারেশনাল কার্যক্রম ১৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৯ নভেম্বর) বিকাল চারটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে যাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল, এজন্য সমুদ্রবন্দরগুলোকে মহাবিপদ সঙ্কেত জারি করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকলেও কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দরে কাজ বন্ধ নেই। আর সচরাচর রাতের বেলা সিলেট বিমানবন্দর বন্ধ থাকলেও বিদ্যশান পরিস্থিতি বিবেচনায় বিকল্প হিসেবে এই বিমানবন্দরটি শনিবার রাতে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে যশোর, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। ওই এলাকার স্থানীয় আবহাওয়া বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত