৩১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৩

সাহস ডেস্ক

মোংলা সমুন্দ্রবন্দর থেকে মাত্র ৩১০ কিলোমিটার, পায়রা সমুন্দ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বুলবুল আঘাত হানতে পারে খুলনাসহ দক্ষিণ-পূর্বের উপকূলীয় জেলাগুলোতে।

বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি আরও বেড়েছে বলে জানা গেছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। আর সকাল থেকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

তবে দুপুর ৩টার পরে উপকূলীয় অঞ্চলে জোয়ার শুরু হলে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ মিটার জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে ৯টি জেলা ভয়াবহভাবে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের অতিঝুঁকিতে আছে। জেলাগুলো হলো- ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত