৩১১ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৩:১০

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে থাকায় চাঁদপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। জেলার ৩১১ আশ্রয়কেন্দ্র এজন্য প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় চাঁদপুর সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেলার সরকারি সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করতে বিভিন্ন চরাঞ্চলে মাইকিং করা হচ্ছে।

এদিকে চাঁদপুরে ১১৭টি মেডিকেল টিম, স্থানীয় স্কাউট, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত