আসন্ন সম্মেলনে বিতর্কিতরা নেতৃত্ব পাবেন না: ওবায়দুল কাদের

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৬

অনলাইন ডেস্ক

বিতর্কিত, অনুপ্রবেশকারী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর আসন্ন সম্মেলনে নেতা হতে পারবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আসন্ন সম্মেলনে বিতর্কিতরা নেতা হতে পারবেন না। অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্তরা নেতৃত্ব পাবেন না।

সোমবার (৪ নভেম্বর) কৃষক লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সহযোগী সংগঠনগুলোর আসন্ন সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন আসবে। তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রনে কমিটি হবে।

ওবায়দুল কাদের বলেন, সব কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেবেন। তবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে অভিজ্ঞদের বিষয়টি বিবেচনা করা হবে।

আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হতে পারে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর, এর আগেই এ সম্মেলন করতে হবে।