জি কে শামীমের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন খারিজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৪

সাহস ডেস্ক

অস্ত্র ও মা‌নি লন্ডা‌রিং এবং দুদকের মামলায় আটক বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নেতা জি কে শামীমের জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন খারিজ (উত্থাপতি হয়নি মর্মে) করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৪ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ‍মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী অভিযানে জিকে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। শামীমের গুলশানের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মুদ্রা, এফডিআর, অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার বেশি এফডিআর পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত