অস্ত্র ও মাদক মামলায় কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৪১

সাহস ডেস্ক

অস্ত্র ও মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ময়নুল হককে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে করা পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে অস্ত্র মামলায় ৫ দিন ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতকে বলেন, আসামি ময়নুল হক একজন কাউন্সিলর। তিনি একজন জনপ্রতিনিধি। অথচ একজন জনপ্রতিনিধির হাতে অস্ত্র ও মাদক। এটি কাম্য নয়। এই অস্ত্র ও মাদকের উৎস এবং আসামির সহযোগীদের খুঁজে বের করার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

কাউন্সিলর ময়নুল হক শুনানির সময় আদালতের কাছে দাবি করেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাকে যেসব মামলা দেওয়া হয়েছে, তা মিথ্যা মামলা। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত