ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত শিশুদের মুক্তির নির্দেশ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৩:১০

সাহস ডেস্ক

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত সকল শিশুকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অন্যান্য আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত সকল শিশুকে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদুর হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। 

এ আদেশে ১২১ শিশু মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়া অন্য আদালতের মাধ্যমে সাজা দেওয়া শিশুদের ৬ মাসের জামিন দেওয়া হয়েছে একই আদেশে।

একজন আইনজীবী জানিয়েছেন, ‘আদালত এই শিশুদের মুক্তির নির্দেশ দিয়ে বলেছেন, ভ্রাম্যমাণ আদালত কোনো শিশুকে সাজা দিতে পারে না। শিশুরা অপরাধ করলে শিশু আদালত তার বিচার করবে। আদালত এটাও উল্লেখ করেছেন যে, ভ্রাম্যমাণ আদালতের কোন শিশুকে আটক করে রাখার এখতিয়ার নেই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত