বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধানমন্ডিতে আগুন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:০৫

সাহস ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ অক্টোবর) সকালে তৃতীয় তলায় লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে ভবনটির এক বাসিন্দার মৃত্যু হয়েছে। আনুমানিক ৬৫ বছরের নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া শাহেদা নামের ১২ বছর বয়সী এক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল জানান, সকাল ৯টা ২৫ মিনিটে ঈদগাহ মাঠের পাশে ৬/এ নম্বর সড়কের একটি ১২ তলা ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত