আসামিরা প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন: নুসরাতের ভাই

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৩৯

আসামিরা আদালত চত্বরে প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছেন। এ কারণে নিরাপত্তা দাবি করেছি বলে জানিয়েছেন নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

আজ ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এ হুমকির কথা গণমাধ্যমকে জানান নুসরাতের পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নুসরাতের আইনজীবী শাহজাহান সাজু, নুসরাতের বাবা মওলানা একেএম মুসা মানিক।

মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আমরা আশা করবো রায় কার্যকর হওয়া পর্যন্ত তিনি (প্রধানমন্ত্রী) আমাদের নিরাপত্তা দেবেন।’

এর আগে বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মোট ১৬ জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ জরিমানার টাকা নুসরাতের পরিবারকে প্রদান করতে হবে।