ভোলার পুলিশ সুপারের ফেসবুক একাউন্ট হ্যাক

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ১১:৪৩

অনলাইন ডেস্ক

ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন।

সোমবার (২১ অক্টোবর) রাতে এসপি সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাক হয় বলে জানা যায়। রাত থেকেই তিনি ফেসবুকে লগ ইন করতে পারছিলেন না বলে জানিয়েছেন তিনি।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৯৯৩।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জারে ইসলাম নিয়ে কটূক্তির ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষে ৪ জন নিহত হয়। ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। পরে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ব্যানারের একটি সংগঠন ভোলার পুলিশ সুপারের প্রত্যাহার দাবি তোলে।