চট্টগ্রামে হাটহাজারী থানায় মাদ্রাসাছাত্রদের হামলা

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৩:২২

সাহস ডেস্ক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামে হাটহাজারী থানায় হামলা চালিয়েছেন মাদ্রাসার ছাত্ররা।

রবিবার (২০ অক্টোবর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা থানায় ইটপাটকেল মেরেছে। তবে কোনো আহত বা গ্রেপ্তার নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী বাজার এলাকার দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্ররা বিকাল ৫টার পর থেকে বিক্ষোভ শুরু করেন এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে মাদ্রাসার ভেতরে চলে যাওয়ার জন্য বলা হয়। তাদের জানানো হয় কর্তৃপক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কোনো সিদ্ধান্ত নেই।

বিক্ষোভের এ ঘটনায় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: ইউএনবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত